নিউজ ডেস্ক
ভারতের প্রতিরক্ষা ও পর্যটন প্রতিমন্ত্রী অজয় ভাটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠক করেছেন। ঘানার আক্রায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে তারা এ বৈঠক করেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও অন্যান্য অনেক সামঞ্জস্যের ভিত্তিতে দুই দেশের মধ্যকার দৃঢ় সম্পর্কের বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে বৈঠক করেন। উভয় পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য কৃষি খাতে অভিজ্ঞতা এবং দক্ষতা ভাগাভাগি করতে সম্মত হন। এ ছাড়া ফার্মাসিউটিক্যাল ও আইটি খাতে সম্ভাব্য সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ৫-৬ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ-পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।