ভারতের পশ্চিমবঙ্গে ফনির আঘাত

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় ফনি ওড়িশায় আঘাতের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের আছড়ে পড়েছে। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওড়িশা সীমান্ত পেরিয়ে খড়গপুর হয়ে ইতিমধ্যে হুগলি জেলায় প্রবেশ করেছে ফনি।

ঘূর্ণিঝড় ফনির অবস্থান এখন কলকাতা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আনুমানিক রাত আড়াইটার দিকে হুগলি জেলার আরামবাগে ফনি আঘাত হানে। অনুমান করা হচ্ছে, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ফনি।

কলকাতায় গতি কমে ৬০-৭০ কিলোমিটার বেগ থাকবে। স্থানীয় সময় রাত ১২টায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পূর্ব মেদিনীপুরে ২৩ হাজার ৬৮০, উত্তর চব্বিশ পরগনায়, ১৩ হাজার ৯৪৪, প্রপার কলকাতায় ১৮২১ জনসহ বিপদসঙ্কুল এলাকাগুলো মিলিয়ে রাজ্যের মোট আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভোরের আগে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় আঘাত হানবে ফনি। বাদ যাবে না পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও।

এদিকে ফনি মোকাবিলার সতকর্তা হিসেবে কলকাতা বিমানবন্দর শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত ২০০টি ফ্লাইট।

পূর্ববর্তী নিবন্ধহাজীগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে ফনির প্রভাবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১