পপুলার২৪নিউজ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের নির্বাচনে প্রভাব বিস্তার করতে ইমরান খান রিভার্স সুইং খেলছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক এই ক্রিকেট কিংবদন্তি বলেছিলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা গেলে কাশ্মীর সংকট নিয়ে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা সহজ হবে।-খবর এক্সপ্রেস ট্রিবিউন
বুধবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকালে তিনি বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত না যে ইমরান খান ক্রিকেট তারকা ছিলেন। কাজেই তার সাম্প্রতিক মন্তব্য ভারতের নির্বাচনে প্রভাব বিস্তারে রিভার্স সুইং খেলার চেষ্টা।
মোদি বলেন, কিন্তু একটি রিভার্স সুইংয়ের জবাবে কীভাবে হেলিকপ্টার হামলা করতে হয়, ভারতীয়রা তা জানেন।
ইমরান খান বলেছিলেন, যদি মোদির ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয়, তবে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা নিষ্পত্তিতে পৌঁছা যাবে।
মোদি বলেন, পাকিস্তানের নির্বাচনের সময় ইমরান খান তাকে টার্গেট করে একটি স্লোগান ব্যবহার করেছিলেন।