স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে উড়ছে স্বাগতিক ভারত। আট ম্যাচের আটটিতেই জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে রোহিত শর্মার দল। এমন ভারতকে আগে কেউ দেখেনি। কোনো প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছে না তারা। এমন দুর্দান্ত ভারতের জয়যাত্রা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা।
কিছুদিন আগেই ভারতের পেসারদের নিয়ে মন্তব্য করেছিলেন হাসান রাজা। তখন তিনি বলেছিলেন, ভারতের পেসারদের ভিন্ন কোন বল দেয়া হচ্ছে। তা না হলে তারা বলে এতো সুইং দিতে পারছে কিভাবে! তবে এবার হাসান রাজা ভারতের ডিআরএস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে হাসান রাজার বলেছেন, ভারত ডিআরএস নিয়ে কারচুপির আশ্রয় নিয়েছে।
পাকিস্তানের এবিএন নিউজে এক অনুষ্ঠানে হাসান রাজা বলেন, ‘আজ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে) তো জাদেজাও পাঁচ উইকেট নিয়ে নিল। এটা তার ক্যারিয়ার সেরা। কিন্তু ডিআরএস প্রযুক্তি যেভাবে দক্ষিণ আফ্রিকার ফন ডার ডুসেনকে আউট দিল, সেটাকে কী বলবেন! বাঁহাতি স্পিনারের বল টার্ন নেয়ার পর যেকোনো জায়গায় যেতে পারে। লেগ স্টাম্পে বল পিচ করার পর সেই বল কীভাবে মিডল স্টাম্পের দিকে যায়? ইমপ্যাক্ট ইন লাইন ছিল। আর বল লেগ স্টাম্পে যাচ্ছিল।’
ভারত ডিআরএসে কারচুপি করছে বলেও দাবি করেন রাজা। তিনি বলেন, ‘আমি মনে করি, এসব বিষয় আরও খতিয়ে দেখা হোক। ডিআরএস নিয়ে কারচুপি হচ্ছে। বিশ্বকাপে অনেক ডিআরএস সিদ্ধান্ত বিতর্কিত। পাকিস্তানের বিপক্ষে গেছে একটি ডিআরএস সিদ্ধান্ত।’
কিছুদিন আগেই হাসান রাজা বলেছিলেন, ভারতের বোলারদের জন্য যে বল দেয়া হয় তা বিশেষভাবে তৈরি করা হয়। যার কারণেই কিনা ভারতের পেসাররা এমন সুইং দিচ্ছে বলে। যদিও পাকিস্তানের সাবেক পেসার এবং ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম বলেছেন, বল বদলানোর কোন সুযোগ নেই। ম্যাচ শুরুর আগেই দুই দলের অধিনায়কের সামনেই বল বেছে নেয়া হয়।