ভারতের টেস্ট দল থেকে বাদ পূজারা, তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় টেস্ট দলে চমক। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন-জসশ্বী জ্যাসওয়াল, রুতুরাজ গাইকদ আর মুকেশ কুমার। তবে সবচেয়ে বড় চমক টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার বাদ পড়া।

জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ১৪ আর ২৭ রান করা পূজারার টেস্ট দল থেকে জায়গা হারানো বড় বার্তা। ৩৫ বছর বয়সী এই ব্যাটারের ক্যারিয়ার বলা যায় হুমকির মুখে।

 

বাদ পড়েছেন পেসার উমেশ যাদবও। আরেক পেসার মোহাম্মদ শামি দলে নেই। তবে তাকে বাদ দেওয়া হয়নি, বলা হয়েছে বিশ্রামের কথা। প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফিরেছেন নভদ্বীপ সাইনি। জায়গা ধরে রেখেছেন আজিঙ্কা রাহানে, তাকে রাখা হয়েছে সহঅধিনায়ক।

আগামী মাসে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্য দুই ফরম্যাটের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে ভারত। রুতুরাজ ও মুকেশ আছেন ভারতের ওয়ানডে দলেও। এছাড়া ৫০ ওভারের দলে ডাকা হয়েছে সঞ্জু স্যামসনকে।

আগামী ১২ জুলাই ডমিনিকায় শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারতের এটি প্রথম সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ২৭ জুলাই, বার্বাডোজে।

ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রুতুরাজ গাইকদ, জসশ্বী জসওয়াল, শ্রীকর ভরত (উইকেটরক্ষখ), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ঈশান কিষান (উইকেটরক্ষ) ও নভদ্বীপ সাইনি।

ওয়ানডে দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গাইকদ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

 

পূর্ববর্তী নিবন্ধপশুর হাটে ও কুরবানিকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড