পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি যাকে ঘিরে ছাত্র রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, সেই ছাত্রনেতা উমর খালিদ দেশটির টিভি চ্যানেলগুলোকে লেখা এক খোলা চিঠিতে অভিযোগ করেছেন, তারা রোজ স্টুডিওতে তাকে ‘বিনা বিচারে গণধোলাই’ দিয়ে যাচ্ছে।
গত এক বছর ধরে দেশের নানা টিভি চ্যানেল তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই লাগাতার উসকানিমূলক কথাবার্তা বলে চলেছে, আর তার জেরে তাকে ক্রমাগত মেরে ফেলার হুমকি শুনতে হচ্ছে বলে জানান খালিদ।
গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লির বিশ্ববিদ্যালয় জেএনইউ-তে ‘দেশবিরোধী’ বক্তৃতা দেয়ার অভিযোগে খালিদকে গ্রেফতার করা হয়, কিন্তু এখনও পুলিশ তার বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিতে পারেনি।
রোববার বিভিন্ন টিভি চ্যানেলে পাঠানো এক খোলা চিঠিতে উমর লিখেছেন, তাদের দায়িত্ব¡জ্ঞানহীন আচরণের কারণেই তাকে রোজ মেরে ফেলার হুমকি পেতে হচ্ছে, তার বোনকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। বস্তুত কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন চ্যানেলে খালিদকে এক খলনায়ক হিসেবে চিত্রিত করার চেষ্টা করলেও এসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেনি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্মলাংশু মুখার্জির মতে, খালিদ গবেষণা করে মাওবাদী অধ্যুষিত বস্তারে রাষ্ট্রের নির্যাতন নিয়ে। কাজেই যেখানে রাষ্ট্রীয় আধিপত্যবাদ, তার বিরুদ্ধে প্রতিবাদের একটা মুখ হয়ে উঠেছে সে। তার ওপর তার নামটা মুসলিম। বিবিসি।