ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

ভারতের ইনিংসের মাঝের দিকে দ্রুত দুই উইকেট নিয়ে টানটান উত্তেজনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ম্যান ইন ব্লুজদের বিপক্ষে লড়াইয়ে টিকে থাকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। রোহিত শর্মার দলের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে। শুবমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে উড়ন্ত যাত্রা শুরু করেছে ভারত।

আজ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরির পরও ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় শুবমান গিলের সেঞ্চুরিতে ভারত জয়ের বন্দরে পৌঁছে যায় ৬ উইকেট আর ২১ বল হাতে রেখে।

উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলে ভারত। দশম ওভারে রোহিত শর্মাকে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। ৩৬ বলে ৪১ রানে ফেরেন রোহিত।

কোহলিকে বেশিদূর এগোতে দেননি রিশাদ। ৩৮ বলে ২২ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন কোহলি। শ্রেয়াস আইয়ারকে ১৭ বলে ১৫ রানে বেঁধে ফেলেন মোস্তাফিজুর রহমান। এরপর অক্ষর প্যাটেলকে (১২ বলে ৮) দ্রুত তুলে নেন রিশাদ। ১৪৪ রানে ভারত ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচ কিছুটা জমে ওঠে।

এরপর পঞ্চম উইকেটে ৮৭ রানের অপরাজিত জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন গিল ও লোকেশ রাহুল। ১২৯ বলে ১০১ রানে (৯ চার ২ ছক্কা) অপরাজিত থাকেন গিল। ৪৭ বলে ৪১ রান নিয়ে উইকেটে ছিলেন রাহুল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৫ রানেই ৫ উইকেটে হারিয়ে ফেলে তারা। আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন ওপেনার সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ওপেনার তানজিদ তামিম ও মুশফিকুর রহিম। পাওয়ার প্লেতে রান হয় মাত্র ৩৯।

৫ বল খেলে কোনো রান করে ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন সৌম্য।

হর্ষিত রানার পরের ওভারে শর্ট কভারে কোহলিকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও রানের খাতা খুলতে পারেননি।

তৃতীয় উইকেটে মিরাজকে নিয়ে কিছুটা স্থির হওয়ার চেষ্টা করেন তানজিদ। কিন্তু ২৪ রানের জুটি ভাঙে মিরাজ ১০ বলে ৫ রান করে আউট হলে। শামির বলে শুবমান গিলের হাতে ক্যাচ হন মিরাজ।

নবম ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলে তানজিদ ও তৃতীয় বলে নতুন ব্যাটার মুশফিককে তুলে নেন তিনি। ২৫ বলে ২৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ হন তানজিদ। আর গোল্ডেন ডাক (১ বলে ০) মারেন মুশফিক। তিনিও বিহাইন্ড দ্য উইকেটে রাহুলের হাতে ধরা পড়েন।

এরপরই ষষ্ঠ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়া জুটি করেন জাকের ও হৃদয়। এই পজিশনে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার মার্ক বোচার ও জাস্টিন কেম্পের ১৩১ রানের রেকর্ড ভেঙে ১৫৪ রানের জুটি করেন তারা। দুজনই হাঁকান ফিফটি। ১১৪ বলে

৪৩তম ওভারে জাকের আউট হলে রেকর্ড গড়া জুটিটি ভাঙে। ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার। তার আগে ১১৪ বলে চার বাউন্ডারিতে ৬৮ রান করেন জাকের।

২টি ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়িয়ে দেন রিশাদ হোসেন। ১২ বলে ১৮ রান করে হর্ষিতের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ হন তিনি।

লোওয়ার অর্ডারদের অপরপ্রান্তে দাঁড় করিয়ে বীরের মতো লড়াই করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুুরি পূর্ণ করেন হৃদয়। ১১৪ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এরপর আরও ৪ বল খেললেও কোনো রান যোগ না করেই শামির বলে আউট হন আহত হৃদয়। অর্থাৎ ১১৮ বলে ১০০ রান করেন তিনি।

ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। হর্ষিত রানা ৩১ বলে ৩ ও অক্ষর প্যাটেল ৪৩ রানে ২ উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে ৩৮ রানে ২ উইকেট দখল করেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট নেন তাসকিন ও মোস্তাফিজ।

পূর্ববর্তী নিবন্ধরমজানের আগে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
পরবর্তী নিবন্ধইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা ও দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা