প্রকাশ্যে একটি মাঠে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পানিসম্পদমন্ত্রী রাম শিন্ধের মূত্রত্যাগের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। খবর এনডিটিভির।
দেশটির সরকার যখন মানুষকে টয়লেট ব্যবহারের জন্য উৎসাহিত করছে, ঠিক সেই সময় ক্ষমতাসীন বিজেপির এক মন্ত্রী প্রকাশ্যে মূত্রত্যাগ করলেন।
বিশ্ব টয়লেট দিবসে মহারাষ্ট্র রাজ্যের একটি মাঠে মন্ত্রীর প্রকাশ্যে মূত্রত্যাগের ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনা নিয়ে সরকারবিরোধীরা ব্যাপক সমালোচনার ঝড় তুলেছেন। তারা বলেছেন, একজন মন্ত্রীর প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনা প্রমাণ করে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচ্ছন্নতা প্রচারাভিযান ব্যর্থ হয়েছে।
কিন্তু মন্ত্রী বলছেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন এবং কোনো টয়লেট খুঁজে না পাওয়ায় প্রকাশ্যে মূত্রত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তিনি গত এক মাস ধরে ভারতের সেচ প্রকল্পগুলো পরিদর্শন করছিলেন। গত শনিবার মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণ-পশ্চিমে তিনি প্রকাশ্যে মূত্রত্যাগ করেন।
মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সরকারের সমালোচনা করে বলছে, মন্ত্রী রাস্তার পাশে কোনো টয়লেট খুঁজে পাননি। কারণ সরকার এসব জায়গায় মানুষের জন্য টয়লেটের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে।
বিরোধী প্রশ্ন তুলে বলছে, প্রধানমন্ত্রী মানুষের কাছ থেকে কীভাবে শৃঙ্খলা আশা করেন, যখন তার মন্ত্রীরাই বিশৃঙ্খল?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে ‘ক্লিন ইন্ডিয়া’ বা ‘পরিচ্ছন্ন ভারত’ প্রচারাভিযান শুরু করেন। ভারতজুড়ে লাখ লাখ টয়লেট বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি।
কিন্তু সমালোচকরা মনে করেন, সরকার তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। কারণ ভারতজুড়ে এ প্রচারাভিযান খুব একটা প্রভাব তৈরি করতে পারেনি। উল্লেখ্য, ভারতে এখনও ৭০ কোটির বেশি মানুষ খোলা স্থানে মল-মূত্রত্যাগ করে।