ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্নে নেমেছে। শুক্রবার (৮ নভেম্বর) দিনের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ৫ পয়সা বেড়ে ৮৪ দশমিক ৩৭ রুপি গিয়ে ঠেকেছে। খবর এনডিটিভির।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর পরই ভারতীয় রুপির দরপতন শুরু হয়। বুধবার ট্রাম্পের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে রুপির দাম ৮৪ দশমিক ২৯ পয়সায় নেমে যায়; যা তার আগের দিন ছিল ৮৪ দশমিক ২৮।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিল করার প্রতিশ্রুতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। ফলে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়ে যেতে পারে। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ইউরো ও এশিয়ান মুদ্রার ওপর।

এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্নে পৌঁছেছিল। গত ১১ অক্টোবর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মত ৮৪ ছাড়িয়ে যায়। রুপির এই দরপতন চলে টানা কয়েক দিন ধরে।

চলতি বছরের ১২ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার বিনিময় হার নেমেছিল ৮৩ দশমিক ৯৯-তে। এরপর রুপির দরপতনের ধারা থেমে যায় এবং ডলারের বিপরীতে দর বাড়তে থাকে। কিন্তু ভারতের শেয়ারবাজারের সূচকের পতন শুরু হলে আবার রুপির দরপতন শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধআট বছর পর দেশে ফিরছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন
পরবর্তী নিবন্ধস্বপ্নটা যেন জাতীয় দলে এসেই থেমে না যায় : সালাউদ্দিন