‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’

জেলা প্রতিনিধি

প্রতিবেশী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সত্য তুলে ধরতে বাংলাদেশের সাংবাদিকদের সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশের মিডিয়া সত্যটা জানে, সত্য তুলেও ধরে। আমি অনুরোধ করবো আপনারা তাদের মিথ্যার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরুন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলায় এ পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এ মামলার শুনানি শুরু করব। কাউকে ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লব পরবর্তীতে যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা একটা কমিটি করে দিচ্ছি তারা তদন্ত করে দেখবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও লিগ্যাল এইড অফিসার তদন্ত করে দেখবে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা নির্দোষ তারা অবশ্যই ছাড়া পাবে।

ইসকন নিষিদ্ধ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসকন নিষিদ্ধ নিয়ে কোন পরিকল্পনা হয়েছে কিনা জানি না। পরিকল্পনা হলে জানতে পারবেন।

পুলিশের কার্যক্রম নিয়ে এই উপদেষ্টা বলেন, সবাইকে ধৈর্য ধরে দেশের উন্নতির জন্য একযোগে কাজ করতে হবে। আগের চাইতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবকিছুতে একটু সময় দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদশ শতাংশ মানুষ ভোগ করছে ৮৫ শতাংশ সম্পদ : দেবপ্রিয়
পরবর্তী নিবন্ধপুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর