ভারতকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

টানা দুই দিন, দুই ভেন্যুতে দুই ম্যাচ। তারওপর, দলে নেই ওপেনার এবং সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। প্রভাবটা বেশ ভালোভাবেই পড়েছে বাংলাদেশ দলের ওপর। আবুধাবিতে আফগানিস্তানের কাছে আগের দিন বিধ্বস্ত হওয়ার পর পরদিন দুবাইতে এসে ভারতের বিপক্ষেও একই অবস্থার পথে হাঁটছে বাংলাদেশ দল।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ১৭৪ রানের চ্যালেঞ্জ দিতে পারলো বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বলেছিলেন, তারা যে করেই হোক চেয়েছিলেন প্রথমে ব্যাট করার। টস জিতে হোক কিংবা হেরে- বাংলাদেশ তো প্রথমেই ব্যাট করার সুযোগ পেয়েছে।

কিন্তু ভারতীয় পেস কিংবা স্পিন- কোনো বোলারকেই ভালো খেলতে পারলো না সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা। যে কারণে শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ১৭৩ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধপাবনায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১