ভারতকে ১৪৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ম্যাড়ম্যাড়ে ব্যাটিং উপহার দিল পাকিস্তান। ভারতীয় বোলারদের বোলিং তোপে মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কোনো পাকিস্তানি ব্যাটার দাঁড়াতেই পারেননি।

শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে বাবরবাহিনীর সংগ্রহ ১৪৭ রান।
এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান।

এই ম্যাচে ভারতের একাদশে ঋষভ পন্থ বসিয়ে দীনেশ কার্তিককে নামিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে নাসিম শাহর।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানেই অধিনায়ক বাবরকে হারিয়েছে পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হয়েছেন তিনি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আবেশ খানের বলে উইকেটরক্ষক কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফখর জামান (১০)।

চাপের মুখে জুটি গড়েন রিজওয়ান-ইফতিখার। তবে তাদের জুটিতে রানের গতি বাড়তে থাকলে আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেস অলরাউন্ডারের বলে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইফতিখার (২৮)। এরপর নিজের পরবর্তী ওভারে জোড়া আঘাত হানেন হার্দিক। নিজের শেষ ওভারের প্রথম বলেই তিনি বিদায় করেন রিজওয়ানকে। পাকিস্তানি ওপেনার ৪২ বলে ৪৩ রানের সাবধানী ইনিংস খেলে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ১টি ছয়।

হার্দিক ওই ওভারের তৃতীয় বলে সদ্য ক্রিজে আসা খুশদিল শাহকে (২) বিদায় করেন। সবমিলিয়ে ওভারে দ্বিতীয় ও নিজের তৃতীয় উইকেটের দেখা পান হার্দিক। চাপে পড়ে যাওয়া পাকিস্তান পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত উইকেট হারাতে হারাতে শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হয় ।

বল হাতে ভারতের ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬ রান খরচে নেন ৪ উইকেট। হার্দিক নেন ২৫ রান খরচে ৩ উইকেট। এছাড়া আর্শদীপ সিং ২টি ও বাকি উইকেট নেন আবেশ।

পূর্ববর্তী নিবন্ধচেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানো সংবিধান পরিপন্থি: হাইকোর্ট
পরবর্তী নিবন্ধডিজেলের আগাম কর প্রত্যাহার