ভারতকে ‘শত্রু দেশ’ বলে তোপের মুখে পিসিবি প্রধান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখার পরই দারুণ এক সংবাদ পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কেন্দ্রীয় চুক্তি নিয়ে বেশ লম্বা সময় ধরেই বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তাদের।

অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। নতুন চুক্তিতে ২০০ শতাংশ পারিশ্রমিক বেড়েছে বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের। এছাড়া অন্যান্য ক্যাটাগরির ক্রিকেটারদেরও পারিশ্রমিক বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
তবে সেই নতুন কেন্দ্রীয় চুক্তির খবর দিতে গিয়েই তোপের মুখে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতকে শত্রু দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।

জাকা আশরাফ বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে খেলোয়াড়রা এত টাকা পায়নি, যতটা আমরা তাদের দিচ্ছি। তারা যখন শত্রু দেশে বা অন্যান্য জায়গায় খেলতে যায়, সেখানে তাদের পূর্ণ সমর্থন পাওয়া উচিত, যাতে তারা ভালো পারফর্ম করতে পারে। ’

এই বক্তব্যের পর থেকেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বিতর্কের ঝড় বয়ে চলেছে। ভারতের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ভিক্রান্ত গুপ্তা বলেন, ‘এটা নো বল মি.চেয়ারম্যান। আপনার খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা দিয়েছে ভারতীয়রা এবং আপনি ভুল পথে হাঁটছেন। মনে হচ্ছে তিনি (জাকা আশরাফ) নিজেই পাকিস্তানি খেলোয়াড়দের শত্রু। ‘

বিশ্বকাপ খেলতে গত বুধবার ভারতের হায়দরাবাদে পা রাখে পাকিস্তান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন বাবররা। ৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দলটি।

 

পূর্ববর্তী নিবন্ধবাঁধনের সিনেমায় শাহরুখ খান!
পরবর্তী নিবন্ধদেশের ভাবমূর্তি আরও জোরদারে কাজ করুন: প্রধানমন্ত্রী