ভারতকে উড়িয়ে দিল পাকিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক:

ওয়ালটন ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জিতেছে পাকিস্তান।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১০১ রানে হারিয়েছে পাকিস্তান বধির দল। এর আগে শুক্রবার প্রতিযোগীতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে পাকিস্তান।

ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তুলে ১৩৯ রান। জবাবে ৩৮ রানে থেমে যায় ভারতের ইনিংস। ১০১ রানের বিশাল হারে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু করল বধির ক্রিকেটের এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন ওপেনার বিল্লাল ইউসুফ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া বিল্লাল ৬৭ বলে করেন ৭৮ রান। ২ চার ও ৬ ছক্কায় মাতিয়ে রাখেন স্টেডিয়াম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে ওমরের ব্যাট থেকে। জুব্বার ১৩ ও ওয়ালিদ ১০ রান করেন।

বল হাতে ভারতের হয়ে ২টি উইকেট নেন নাইডু।

পূর্ববর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে ফের ২০ কেজি নতুন মাদক ‘খাটপাতা’ জব্দ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় কারাগারে মেডিকেল বোর্ড