- বাহিনীর সদস্যদের সাধারণ মানুষদের সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক করেছেন ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
“কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না, জনগণের সাথে মিশতে হবে, কাজ করতে হবে,” বলেছেন তিনি।
শনিবার ঢাকা রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিংডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছিলেন প্রধান অতিথি।
ডিএমপি কমিশনার নিজের বাহিনীর সদস্যদের সতর্ক করার পাশাপাশি শুধু সমালোচনা না করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।
“কোনো পুলিশ সদস্য স্থায়ীভাবে এক জায়গায় থাকবে না, বদলি হয়ে যাবেন। সেই পুলিশ সদস্যকে তথ্য দিয়ে বা সরাসরি সহযোগিতা করলে সমাজের স্থায়ী উপকার হবে। সহযোগিতা না পেলে সমাজের লোকজনই ক্ষতিগ্রস্ত হবে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এতে যুক্তদের জনগণের আস্থা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেভাবে মাদকও নিয়ন্ত্রণ করতে পারব।
“একটি নির্দিষ্ট এলাকায় বিট পুলিশের দায়িত্বে থাকার কারণে মহল্লায় মহল্লায় সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সরকার কী চায়, পুলিশ কী চায় সেটা যদি জানিয়ে দিতে পারে, তাহলে জঙ্গি সন্ত্রাস নির্মূলে কাজ হবে।”
সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়ার ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করা উচিৎ।
এক্ষেত্রে কমিউনিটি পুলিশের দায়িত্বের কথাও তুলে ধরেন মন্ত্রী।