ভানুয়াতু উপকূলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪।

তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ৯মিনিটে রাজধানী পোর্ট ভিলার ১৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূ-পৃষ্ঠের ২শ’ কিলোমিটার গভীরে আঘাত হানে।

হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্ত্র জানায়, এতে সুনামির কোন হুমকি নেই।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মুখপাত্র জানান, সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

তিনি এএফপিকে বলেন, ‘এটি একটি শক্তিশালী ভূমিকম্প। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর
পরবর্তী নিবন্ধরাম রহিমের পর পুলিশের জালে আরও এক ভণ্ড বাবা