ভাদুয়াপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ

ওমর শাহ : দেশের দুর্যোগকালীন প্রেক্ষাপট ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের ৫০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে কুমিল্লার আঞ্চলিক সামাজিক সংগঠন ভাদুয়াপাড়া হিলফুল ফুজুল যুব সংঘ। মঙ্গলবার সকাল নয়টা থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন। সংগঠনের সভাপতি ফজলে রাব্বি বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাসের ফলে বিশ্ববাসী আজ মহাসঙ্কটে। বেড়েছে দুর্যোগ, খাদ্যসঙ্কট, অভাব-অনটন। বিশেষ করে দিনমজুর, অভাবী গরিব-শ্রেণির মানুষদের হাহাকার বেড়েই চলছে। কর্মহীন গৃহবন্দি মানুষগুলো আজ অসহায়ত্বের দিন যাপন করছে। মধ্যবৃত্ত পরিবারগুলোও মুখ চেপে সীমাহীন কষ্ট চাপা দিয়ে লকডাউন পালন করছেন। এদিকে সামনেই পবিত্র মাহে রমজান। বাড়ছে নিত্য পণ্যের দামও। ফলে অসহায়দের অসহায়ত্ব চূড়ান্ত সীমায় আজ। ত্রাণের গাড়িতে অসহায়দের ঝাপিয়ে পড়া, লকডাউনেও জীবনের ঝুঁকি নিয়ে কাজে কর্মে বের হওয়ার চেষ্টা, পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার আশায় পথে পথে ঘুরে বেড়ানো কিছু মানুষের দৃশ্য আমাদের ভাবিয়েছে। সময়ের এ বাস্তবতাকে চিন্তা করেই ‘ভাদুয়াপাড়া হিলফুল ফুজুল যুব সংঘ’ উদ্যোগ নিয়েছে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। দুর্যোগকালীন সময় ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ গরিবদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করে মানবতার দাবি পূরণ করেছে। এছাড়াও তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দেশ বিদেশের দাতাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাদুয়াপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি জনাব ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী অর্থ সম্পাদক ওমর ফারুক, সহ-অর্থ সম্পাদক শহিদুর রহমান, প্রচার সম্পাদক ওমর ফারুক, জহিরুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুল ইসলাম, আবুল বাশার, মাসুদুর রহমান ও সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রাতুল।

পূর্ববর্তী নিবন্ধরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আদা-রসুনের চা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা আরো ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত