ভবানীপুরে ১২ যাত্রী নিয়ে মহাসড়কে উল্টে গেল লেগুনা

গাজীপুর সদর উপজেলায় ভবানীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্থানীয় কাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত সবাই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় হতে একটি যাত্রীবাহী লেগুনা শ্রীপুরের উপজেলার মাওনা চৌরাস্তায় যাচ্ছিল।

সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে লেগুনার চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত অবস্থায় উল্টে যায়। এ সময় লেগুনায় থাকা ১২ জন যাত্রী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসন ক্যাডার নিয়ে স্ট্যাটাস দেয়ায় শাস্তি পেলেন মৎস্য কর্মকর্তা
পরবর্তী নিবন্ধনির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে: কাদের