ভক্তকে চড় মেরে বিতর্কে বলিউড নানা পাটেকর

বিনোদন ডেস্ক : তারকাদের সঙ্গে ছবি তোলার জন্য ভক্তরা মুখিয়ে থাকেন। তারকারাও এই অটোগ্রাফ কিংবা ফটো তুলতে অভ্যস্ত। এ বিষয়ে অনেক তারকার মুখেই শোনা যায়, এটি মধুর যন্ত্রণা। তবে মাঝে মাঝে এর ব্যতিক্রমও ঘটে। তেমনি এক ঘটনা ঘটেছে বলিউড তারকা নানা পাটেকরের সঙ্গে।
এক ভক্ত এ অভিনেতার সঙ্গে ছবি তুলতে গেলে নানা পাটেকর কষে দিলেন এক চড়। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

জানা গেছে, অভিনেতার আসন্ন ‘জার্নি’ সিনেমার শুটিংয়ে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিকে যাওয়ার রাস্তায় শুটিংয়ের সময় ঘটনাটি ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিনেমার সেটে এক ভক্ত নানার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। ছেলেটি নানার পেছন থেকে এসে তার সাথে সেলফি তুলতে শুরু করে, তখন নানা সেই ছেলের মাথার পেছনে সজোড়ে চড় মারেন। তারপর নানার পাশে দাঁড়িয়ে থাকা ক্রু সদস্য ছেলেটিকে ঘাড় ধরে সেট থেকে বের করে দেয়।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনরা অভিনেতাকে কটাক্ষ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
পরবর্তী নিবন্ধসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সংকেত