চট্টগ্রামের বাঁশখালীর ব্র্যাকের এক স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল হোসেন, মো. কালু ও মো. শফি আলম। কালু। এদের মধ্যে কালু পলাতক আছেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল কাদের ভুঁইয়া ও মমতাজ বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
২০০৫ সালের ১২ জুন বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকার ব্র্যাকের এক স্বাস্থ্য সেবিকাকে গণধর্ষণ করা হয়।
এ ঘটনায় একই বছরের ১৪ জুন আবুল হোসেন, মো. কালু ও মো. শফি আলম কালুর বিরুদ্ধে মামলা করেন ওই নির্যাতিতা।
২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তিনজনকে মৃত্যুদণ্ড দেন।
পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আপিলের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট ওই রায় দেন।