ব্রেক্সিট হলেও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

মঙ্গলবার দু’দেশের মধ্যকার কৌশলগত সংলাপ শুরুর আগে দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি সায়মন ম্যাকডোনাল্ড এ তথ্য জানান।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দু’দেশের মধ্যে কৌশলগত সংলাপের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ও যুক্তরাজ্যের পক্ষে সায়মন ম্যাগডোনাল্ড স্বাক্ষর করেন।

এখন থেকে প্রতিবছরই দুদেশের মধ্যে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে চলতি বছরের সংলাপ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপ শুরুর আগে সায়মন ম্যাগডোনাল্ড সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে গেলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বাংলাদেশকে দেয়া শুল্কমুক্ত সুবিধা দেয়ার বিষয়টি বিবেচনা করছে।

তিনি আরো বলেন, বেক্সিটের ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, বরং তা আরো গভীর হবে।

সায়মন বলেন, সন্ত্রাসবাদ দু’দেশের জন্যই একটি চ্যালেঞ্জ। আমরা একসঙ্গে সন্ত্রাসবাদ দমনে কাজ করবো।

তিনি আরো জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি সন্ত্রাসবাদ দমনে শেখ হাসিনার পাশে থাকার কথা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় বিএনপি সমর্থকদের হামলায় গুলিবিদ্ধ ১
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার উপকূলে আঘাত হেনেছে ঘুর্ণিঝড় ডেবি