ব্রুকই হলেন সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:

হ্যারি ব্রুক ইংল্যান্ডের সাদা বলের পরবর্তী অধিনায়ক হবেন, সেই গুঞ্জন প্রবল ছিল জস বাটলারের পদত্যাগের পর থেকেই। বেন স্টোকস আলোচনায় থাকলেও শেষমেশ ইংলিশদের নেতৃত্ব দেওয়ার সম্মানটা পেলেন ব্রুকই।

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ব্যর্থতার পর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাটলার। সেই দায়িত্ব এবার কাঁধে নিলেন ব্রুক।

২৬ বছর বয়সী ব্রুক গত এক বছর ধরে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন এবং গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাটলারের অনুপস্থিতিতে পাঁচটি ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন।

অধিনায়ক হিসেবে ব্রুকের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মে মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ।

ব্রুক বলেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। আমি যখন বার্লি ইন ওয়ার্ফডেল ক্লাবে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার এবং একদিন দলের অধিনায়ক হওয়ার। এখন সেই সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।’

২০২২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই ব্রুক তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের জো রুটের পর দুই নম্বরে আছেন ব্রুক। গত বছর পাকিস্তানের বিপক্ষে মুলতানে ক্যারিয়ারসেরা ৩১৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটার।

নেতৃত্বের দিক থেকে তুলনামূলকভাবে অভিজ্ঞতা কম ব্রুকের। তবে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পুরুষদের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়ক হিসেবেও খেলেছেন।

ওয়ানডে অধিনায়ক হিসেবে আলোচনায় থাকলেও ২০২২ সালে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা এবং বর্তমানে হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের পুনর্বাসনে থাকায় স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়নি।

মার্চে ইংল্যান্ডের পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘বেন স্টোকসকে বিবেচনা না করা ‘বোকামি’ হবে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা ব্রুককেই বেছে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি দারুণ খুশি যে হ্যারি ব্রুক এই দায়িত্ব নিতে রাজি হয়েছে। আমাদের উত্তরাধিকার পরিকল্পনায় সে অনেকদিন ধরেই ছিল। যদিও সুযোগ কিছুটা আগে চলে এসেছে।’

এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ২৬টি ওয়ানডে খেলেছেন ব্রুক। ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে একটি ম্যাচজয়ী সেঞ্চুরিও আছে। আর ৪৪ টি-টোয়েন্টিতে গড় ২৮.৫০, সর্বোচ্চ রান ৮১*।

পূর্ববর্তী নিবন্ধশেখ মেহেদীর তোপের পর তানজিদ তামিমের ঝড়, উড়ে গেল পারটেক্স
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে কেমন খেললেন নাসির?