ব্রিটিশ সাবমেরিনে এবার ড্রাগ কেলেঙ্কারি ফাঁস

পপুলার২৪নিউজ ডেস্ক:

ব্রিটিশ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে অবৈধ ড্রাগ ব্যবহারের অভিযোগে ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এইচএমএস ভিজিল্যান্টে এক পরীক্ষায় তাদের দেহে এ ড্রাগ ধরা পড়ে।

তারা মারাত্মক কোকেন গ্রহণ করেছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

তবে ব্রিটিশ সাবমেরিনে অপকর্মের ঘটনা এটাই প্রথম নয়। কয়েকদিন আগে একই সাবমেরিনে জ্যেষ্ঠ সহকর্মীর সঙ্গে ইউনিফর্ম পরা অবস্থায় শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে ২০ বছর বয়সী এক নারী কর্মকর্তার বিরুদ্ধে। সাব-লেফটেন্যান্ট রেবেকা এডওয়ার্ডস সাবমেরিনের অস্ত্র প্রকৌশলী। যৌন কেলেঙ্কারির পর তাঁকে ওই সাবমেরিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যদিও সাবমেরিনে কোনো ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ।

যৌন কেলেঙ্কারির ঘটনা জানাজানি হলে সেখানে কর্মরত চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।  সাবমেরিনটি উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা অবস্থায় রেবেকা ও কমান্ডার স্টুয়ার্ট আর্মস্ট্রং (৪১) শারীরিক সম্পর্ক করেন।

ওই সাবমেরিনে স্টুয়ার্টের সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মাইকেল সিলও অন্য আরেক নারী কর্মকর্তার সঙ্গে শারীরিক সংসর্গ করেন বলে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের কাছে ভ্যানগার্ড শ্রেণির চারটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে। এর মধ্যে অন্যতম হলো এইচএমএস ভিজিল্যান্ট। নিয়মিত টহলে থাকা সাবমেরিনটির কর্মীরা জড়িয়ে পড়ছেন একের পর এক কেলেঙ্কারিতে।
সূত্র : বিবিসি ও ডেইলি মেইল

পূর্ববর্তী নিবন্ধফেরি স্বল্পতা, পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপার ব্যাহত তিন শতাধিক ট্রাক
পরবর্তী নিবন্ধসালমান-শাহরুখের সাথে প্রথম পরিচয়ের কাহিনী বললেন আমির