ব্রাহ্মণবাড়িয়ায় বৌভাতে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি।

শনিবার (১২ মার্চ) উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে চমকপ্রদ এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভলাকুট গ্রামে মোস্তফা আলম সোহাগের বউভাত অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে আসা অতিথিরা নবদম্পতির জন্য বিভিন্ন উপহার নিয়ে আসেন। এর মধ্যে নবদম্পতিকে পাঁচ লিটার ওজনের সয়াবিন তেল উপহার দেন নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা বদিউল আশরাফ মৃধা।

সয়াবিন তেল উপহার দেওয়ার বিষয়ে বদিউল আশরাফ মৃধা জানান, যে হারে সয়াবিন তেলের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সে জন্য উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটা তার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সময়োপযোগী এমন উপহার আনন্দের সঙ্গেই নিয়েছে বরপক্ষ।

বরের বড়ভাই সোহরাব শান্ত বলেন, সয়াবিন তেল উপহারের বিষয়টি খুব চমকপ্রদ হয়েছে। অনুষ্ঠানে এই উপহার ভিন্ন মাত্রা যোগ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে, এমন কথা হাস্যকর : মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধবয়স যতোই হোক, কেউ বলতে পারবে না আমি দলের বোঝা: শোয়েব মালিক