পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের শহর নাটালের এক কারাগারে দাঙ্গা, সংঘর্ষ, বিস্ফোরণ ও গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রবিবার সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
নিহতের মধ্যে বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। রিও গ্রান্ডে ডু নরটি অঙ্গরাজ্যের আলকাকজ কারাগারে ১০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকেলে শক্তিশালী একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ওই কারাগারে উপস্থিত হলে দাঙ্গার সূত্রপাত হয়।
কারাগারটির সমন্বয়ক জেমিলটন বলেন, তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করতে দেখিছি।
চলতি নতুন বছরে এটি দেশটির তৃতীয় বড় কারা দাঙ্গার ঘটনা। এ মাসের শুরুতে অ্যামাজোনাস ও রোরাইমা অঙ্গরাজ্যে কারা দাঙ্গার ঘটনায় প্রায় ১০০ কারাবন্দি নিহত হন।