ব্যানার-পোস্টার সরিয়ে ফেলার সময় শেষ আজ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারে ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ হচ্ছে আজ।

নির্দেশনা অনুযায়ী আজ রোববারের মধ্যে এগুলো না সরালে আইনি ব্যবস্থা নেবে ইসি।

গতকাল শনিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, রোববার মধ্যরাতের মধ্যে সব ধরনের ব্যানার-ফেস্টুনসহ প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইসি সূত্র জানায়, আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটের নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো ধরনের প্রচার চালানো যাবে না। এ ছাড়া সব ধরনের প্রচারসামগ্রী হবে সাদাকালো।

প্রথম দফা গত ৮ নভেম্বর তফসিল অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে এসব প্রচারসামগ্রী তুলে ফেলতে নির্দেশনা দেয়া হয়েছিল। পরে গত ১২ নভেম্বর পুনঃতফসিল হওয়ায় তিন দিন বাড়িয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত ৪৩
পরবর্তী নিবন্ধঅষ্টম শ্রেণি পর্যন্ত একটি পাবলিক পরীক্ষার হবে : গণশিক্ষামন্ত্রী