ব্যাটসম্যান মাশরাফিতে বাংলাদেশের সংগ্রহ ২৬৪

 

পপুলার২৪নিউজ ডেস্ক:
তামিম-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

২৮তম ওভারে তামিম আউট হওয়ার পর ৩৫ ও ৩৬তম ওভারে সাজঘরমুখী হন দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান ও মুশফিক। তাদের পথ ধরে মোসাদ্দেক ও মাহমুদউল্লাহও উইকেটে আর টিকে থাকতে পারেননি। উইকেট অনেকটাই বিলিয়ে দিয়ে এসেছেন তারা।

মুশফিকুর রহিম ৬১ ও সাকিব আল হাসান ১৫  রানে বিদায় নেন। এরপর মোসাদ্দেকও ১৫ রান করে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে পা বাড়ান।

তবে শেষ দিকে মাশরাফির ২৫ বলে ৩০ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ৫টি চারে সাজানো। তামিম-মুশফিকের শতরানের জুটি

তৃতীয় উইকেট জুটিতে তামিম-মুশফিক ১২৩ রানে  সংগ্রহ করেন।

দলীয় ১৫৪ রানের মাথায় তামিম ৭০ রান করে যাদবের বলে বোল্ড হন। ৮২ বলে গড়া তার ইনিংসে রয়েছে ৭টি চার ও একটি ছক্কার মার।

ভারতের ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

পরে সপাটে ব্যাট চালিয়ে বাংলাদেশকে বড় ইনিংসের ইঙ্গিত দেখানো সাব্বিরও ৭ম ওভারে ভুবনেশ্বরের বলেই বিদায় নেন। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর ক্রিজে আসেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

শূন্য রানে সৌম্যের বিদায়

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন সৌম্য। ২ বলে তিনি শূন্য রানেই বিদায় নেন।

ওয়ানডাউনে নামা সাব্বির রহমান ২১ বলে ১৯ রান করে জাদেজার হাতে ক্যাচ তুলে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৪/৭ (তামিম ৭০, সৌম্য ০, সাব্বির ১৯, মুশফিক ৬১, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ২১, মোসাদ্দেক ১৫, মাশরাফি ৩০*, তাসকিন ১১*; ভুবনেশ্বর ২/৫৩, বুমরাহ ২/৪০, অশ্বিন ০/৫৪,পান্ডিয়া ০/৩৪, জাদেজা ১/৪৮, যাদব ২/২২)

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় বিদ্যুতের দুই কর্মচারীকে ৩ ঘণ্টা অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধখাট ভাঙা, এখন ফ্লোরে ঘুমাই : মওদুদ