নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্যাপক সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে পাশাপাশি সূচক ও লেনদেন বেড়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকার ছাড়িয়েছে। প্রধান সূচক ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। ডিএসইএক্স বেড়েছে ১৬৯ পয়েন্ট। এদিকে বাজার সংশ্লিস্টরা বলেন, গত এক বছরের বেশি সময় ধরে শেয়ারবাজার মন্দাবস্থায় ছিল। এতে বিনিয়োগকারীদের আস্থাহীনতার অভাব দেখা যায়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে গত ১৬ জানুয়ারি উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন এবং কয়েকটি নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ওই বৈঠকের পর ১৯ জানুয়ারি সূচকটি ইতিহাসের সর্বোচ্চ বাড়ে। কিন্তু পরবর্তীতে শেয়ারবাজার আবার মন্দায় পতিত হয়। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রত্যেক ব্যাংককে ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে। ওই সার্কুলার জারির পর থেকে শেয়ারবাজারে সূচক ও লেনদেন বাড়তে থাকে। যার ধারাবাহিকতায় আজ ডিএসইর সূচক ডিএসইএক্স ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে।
এদিকে ডিএসইতে ডিএসইএক্স সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে। এরপরে বিগত ৭ বছরের মধ্যে সূচকটির আজ দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ অর্থাৎ ২৩২ পয়েন্ট উত্থান হয়েছিল। আর ২০১৫ সালের ১০ মে সূচকটি একদিনের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ উত্থান বা ১৫৫ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০, ডিএসই-৩০ সূচক ৫৬ এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৬, ১৫৯২ ও ৯৫২ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা ১ বছর ২ দিন বা ২৩৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগের ২০১৯ ফেব্রুলের ১৪ ফেব্রুয়ারি আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি টাকার।
ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টির বা ৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৪০টির বা ১১ শতাংশের এবং ২৩টি বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। সিএসইতে ৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।