ব্যবসায়ী তোবারক হত্যা মামলায় গ্রেফতার ৫

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শান্তিনিকেতন এলাকায় ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার ভোরে চার-পাঁচজন দুর্বৃত্ত তোবারকের চতুর্থ তলার ফ্ল্যাটের কলিংবেল বাজায়। এ সময় তার পালিত ছেলে সাইফুল ইসলাম দরজা খুলে দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তোবারককে হত্যা করে। তাকে বাঁচাতে গিয়ে আহত হন সাইফুলও। পরে আশঙ্কাজনক অবস্থায় তোবারককে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন নিহতের ভাই মোবারক হোসেন।

এদিকে তোবারক খুনের ঘটনায় তার বাসার গৃহকর্মী, দারোয়ান, পালক ছেলেসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগুগল ডুডলে শিল্পাচার্য জয়নুল আবেদিন
পরবর্তী নিবন্ধসাঈদ খোকন বাদ