স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে দুবাইতে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের একের পর এক চ্যালেঞ্জ সামলাতে ব্যস্ত অজিরা। তবে ম্যাচ একেবারেই একপেশে নয়, দুই দলই সমানে লড়ছে বলা চলে। এরই মাঝে ফিফটি পূর্ণ করা অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ জীবন পেয়েছেন একাধিকবার। সৌভাগ্যক্রমে একবার বোল্ড হয়েও বেঁচে গেছেন।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩.৬ ওভারে অক্ষর প্যাটেলের বল ঠিকমতো সামলাতে পারেননি স্মিথ। বল তার ব্যাটের কানা ও প্যাডে লেগে গিয়ে স্টাম্পে আঘাত করে। তবে বল গড়িয়ে স্টাম্প পর্যন্ত পৌঁছাতেই এর গতি কমে যায়, ফলে বেল না পড়ায় নট-আউট থেকে যান ডানহাতি এই ব্যাটার। অজি অধিনায়ক ওই মুহূর্তে ব্যক্তিগত ২৩ রানে ব্যাট করছিলেন।
২১.৪ ওভারে আবারও জীবন পান স্মিথ। মোহাম্মদ শামির বলে স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়ে তার হতেই ক্যাচ দিয়ে বসেন। বলটি স্মিথের মাঝব্যাটে যথাযথ সংযোগ না হওয়ায় শামির বরাবর উড়ে যায়। বলে হাত লাগালেও তা তালুবন্দি করতে পারেননি ভারতীয় এই ডানহাতি পেসার। ওই সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যক্তিগত ৩৬ রানে ব্যাট করছিলেন। পরবর্তীতে তার ধীরগতির ইনিংস হাফসেঞ্চুরি পেরোয় ৬৮ বলে। ধীরগতির হলেও, দুবাইয়ের স্পিন-নির্ভর পিচে এটাই কার্যকরী হয়ে উঠতে পারে।
এর আগে শামির হাত থেকে ক্যাচ ফসকে গেছে অজি ওপেনার ও ভারতের যমে পরিণত হওয়া ট্রাভিস হেডের। ম্যাচের প্রথম বলেই রানের খাতার খোলার আগে তার ব্যাট ছুঁয়ে শামির হাতে ক্যাচ চলে যায়। তবে তিনি ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হন। ৩.৫ ওভারে জাদেজার থ্রো স্টাম্পে লাগলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হতো হেডকে। তবে বল স্টাম্পের গা ঘেঁষে চলে যায়। এ ছাড়া শামির বলে হেডের ব্যাটের কানায় লেগে স্টাম্পের ধার ঘেঁষে বল চলে যায় বাউন্ডারিতে। মনে হচ্ছিল ভাগ্য বুঝি হেডের পক্ষাবলম্বন করছে। বেশ কয়েকটি বাউন্ডারিতে ভারতীয় ক্রিকেটারদের কাঁপুনি ধরালেও তিনি আউট হয়েছেন ৩৯ রানে। বরুণ চক্রবর্তীর প্রথম বলেই তিনি ক্যাচ দেন লং অফে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮২ রান। ক্রিজে স্টিভ স্মিথ ৬৮ এবং অ্যালেক্স ক্যারি ২৮ রানে অপরাজিত আছেন।