বোলারদের কৃতিত্বে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যাটসম্যানরা বড় ইনিংস গড়তে না পারলেও বোলারদের কৃতিত্বে ইংলিশদের বিপক্ষে টি২০ ম্যাচে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

চেস্টার-লি-স্ট্রিটে শনিবার ম্যাচটি ২১ রানে জিতেছেন সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ১৯.৩ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।

মারমুখী ব্যাটিংয়ে বড় ইনিংসের শক্ত ভিত গড়েন গেইল ও লুইস। ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে দলীয় স্কোর ছাড়িয়ে যায় ১০০।

তবে দুর্দান্ত শুরুটা শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। ২১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে গেইল সপ্তম ওভারে রানআউট হয়ে যান।

লুইসের ৫১ রানের সর্বোচ্চ ইনিংসে ভালোই এগোচ্ছিলেন ক্যারিবীয়রা। ২৮ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান লুইস।

কিন্তু একাদশ ওভারের প্রথম বলে দলীয় স্কোর ১০৬ রানে এই বাঁহাতি ব্যাটসম্যান এবং পঞ্চম বলে মারলন স্যামুয়েলসের উইকেট লিয়াম প্লানকেট তুলে নিলে খেই হারায় দলটি।

বাকিদের মধ্যে একমাত্র রোভম্যান পাওয়েল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করেন তিনি।

অতিথিদের ইনিংস বড় হতে না দেয়ার মূল কৃতিত্ব লিয়াম প্লানকেট ও আদিল রশিদের। তিনটি করে উইকেট নেন তারা।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৬ রান করতে সমর্থ হন অতিথিরা।

জবাবে সহজ টার্গেটে নেমে প্রথম বলেই জেসন রয়কে হারিয়ে ধাক্কা খায় ইংল্যান্ড। অ্যালেক্স হেলসের ব্যাটে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলেও পরপর তিন ওভারে হেলস, রুট ও অধিনায়ক মরগ্যান ফিরে গেলে আর লড়াই-ই করতে পারেননি স্বাগতিকরা।

উদ্বোধনী ব্যাটসম্যান হেলস ১৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করতে ২৭ বল খেলেন জস বাটলার।

দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেসরিক উইলিয়ামস ও কার্লোস ব্র্যাথওয়েইট।

তিনটি করে উইকেট নেন তারা। তবে ম্যাচসেরা হন চার ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নেয়া সুনিল নারিন।

ম্যাচসেরা: সুনিল নারিন

 

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে গোয়ালঘর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশহীদ মিনারে দ্বিজেন শর্মার মরদেহ, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন