স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিক্ত অধ্যায় শেষে ম্যানচেস্টার ইউনাইটেড উড়ছে। মঙ্গলবার রাতে তারা ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে বোর্নমাউথকে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে পয়েন্টের হিসাবে নিউক্যাসেল ইউনাইটেডকে ছুঁয়েছে।
প্রথমার্ধে গোল করেন কাসেমিরো। বিরতি থেকে ফিরে লুক শ দ্বিতীয় গোল করে ইউনাইটেডকে জয়ের পথ দেখান। তৃতীয় গোল হওয়ার আগে বেশ কিছু সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে ক্লাবের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মার্কাস র্যাশফোর্ড স্কোর ৩-০ করেন।
২০১৭ সালের পর প্রথমবার কোনও গোল না খেয়ে টানা চারটি হোম লিগ ম্যাচ জিতলো ম্যানইউ। এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট তাদের। গোলব্যবধানে নিউক্যাসেলের চেয়ে পিছিয়ে থেকে চতু্থ স্থানে তারা।
ম্যাচ শেষে টেন হ্যাগ শতভাগ সন্তুষ্টি হতে পারেননি বলে জানান, ‘আমি ফল নিয়ে খুশি, কিন্তু আজ আমাদের সেরা খেলা ছিল না। সত্যি কথা বলতে আমরা স্মার্ট দলের মতো খেলতে পারিনি। আমরা দারুণ গোল করেছি, কিন্তু কিছু সময় আমরা সৌভাগ্যবান ছিলাম। ডেভিড (ডি গিয়া) দারুণ সেভ করেছে। তবে আরও ভালো খেলতে পারতাম। তবে ৩-০ তে জেতা সবসময় ভালো।’
দিনের আরেক ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল গোলশূন্য ড্র করেছে নিউক্যাসেলের সঙ্গে। এই মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পয়েন্ট হারালো তারা। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে গানাররা। তাতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির (৩৬) সঙ্গে আর্সেনালের (৪৪) ব্যবধান কমলো ৮ পয়েন্টে।