পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে চাপ বেড়েছে ফেরিগুলোতে।
পদ্মা নদীতে উত্তাল ঢেউ শুরু হওয়ায় দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল ৮টার দিকে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ বন্ধ করা হয়।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ায় দমকা অথবা ঝড়ো হাওয়ার আশংকায় দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এ কারণে সোমবার সকাল থেকে পদ্মা নদীতে উত্তাল ঢেউ শুরু হয়। ফলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফলে দীর্ঘ সময় নিয়ে রো রো ও কে-টাইপ ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।