বিনোদন ডেস্ক : ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান মুক্তির পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। কখনো দীপিকা পাড়ুকোনের পোশাকের রং, কখনো আবার তার নাচের ভঙ্গিমা, একাধিকবার বিতর্কের মুখে পড়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার এই গান।
সম্প্রতি ইউটিউবে ‘বেশরম রং’ গানটি স্ট্রিম করার ওপর সাময়িক বিরতি জারি করার আবেদন করা হয়েছিল। কিন্তু এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
শুধু গান নয়, আবেদন করা হয়েছিল ‘পাঠান’ সিনেমার টিজার স্ট্রিমিং বন্ধ করা নিয়েও। আহমেদনগরের শ্রীরামপুর কোর্টের সিভিল বিচারক পি এ পটেল ৮ তারিখ নির্দেশ দেন, সাময়িকভাবে কেনো ‘বেশরম রং’ আর ‘পাঠান’ সিনেমার টিজারকে ইউটিউব থেকে বন্ধ করার দাবি জানানো হচ্ছে, সেই মর্মে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে বাদী পক্ষকে।
সুরেশ পটেল নামে একজন সমাজকর্মী ২৫ জানুয়ারি সিনেমা মুক্তির আগে আদালতে এই মামলা দায়ের করেছিলেন। আদালত জানিয়েছে, এই মামলার দাবি ছিল প্রযোজনা সংস্থার (যশরাজ ফিল্মস) ইউএ সার্টিফিকেট ছাড়া ইউটিউবে স্ট্রিম করা উচিত নয়।
‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান ও টিজার। আদালতের বক্তব্য, সম্ভবত ইউটিউবে এই দুটি স্ট্রিম হওয়ার সময় ইউএ সার্টিফিকেট দেখতে পাননি মামলা দায়েরকারী ব্যক্তি। আর তাই এই বিভ্রান্তি। এরপরেও নিজের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য যথোপযুক্ত প্রমাণ আনার কথা বলা হয়েছে বাদি পক্ষকে।
এর আগে ‘বেশরম রং’ গানটির বেশ কয়েকটি দৃশ্য বাদ দিয়েছিল সেন্সর বোর্ড। সেই শর্ত মেনেই মুক্তি পেয়েছে সিনেমাটি। পূর্ণাঙ্গ থেকে থেকে বাদ গিয়েছে দীপিকার স্ট্রবেরি খাওয়ার দৃশ্য ও নাচের একাধিক ভঙ্গিমা।