বেলা বাড়ার সঙ্গে কমলো পঞ্চগড়ের তাপমাত্রা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়বাসী। হিমালয়ের পাদদেশে হওয়ায় বেশি শীত পড়ছে এ জেলায়। তাপমাত্রাও ওঠা-নামা করছে প্রতিনিয়ত। দিনের বেলা ঘন কুয়াশা ও রাতের বেলায় হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা।

মঙ্গলবার সকাল ৬ টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও ৩ ঘণ্টার ব্যবধানে সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ২ ডিগ্রিতে। আর এটিই এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে, ঘন কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। এছাড়া ছাড়া শীতের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন এ জেলার খেটে খাওয়া সাধারণ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধঘন কুয়াশায় মাঝ নদীতে দুই ফেরি আটকা
পরবর্তী নিবন্ধশুক্রবার থেকে আবারো শৈত্যপ্রবাহ , থাকবে ৩ দিন