পপুলার২৪নিউজ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসককে মারপিট করার অভিযোগে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয় ডাক্তারেরা। রবিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুল হাসান জানান, সকাল সাড়ে নয়টার দিকে একই উপজেলা কোনাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হাসান বাইক এক্সিডেন্ট করে। এ সময় তিনি পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। কর্তব্যরত চিকিৎসক ডা: সাখাওয়াত হোসেন তাকে দেখে সিরাজগঞ্জে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু রোগীর লোকজন স্থানান্তরের কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠে বাকবিতণ্ডা ও চিকিৎসককে মারধর করে। পরে হাসপাতালের অন্যান্যরা তাকে উদ্ধার করে অন্যরুমে নিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
এ ব্যাপারে জেলার সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি সুরাহার জন্য আলোচনা চলছে। তবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন কর্তব্যরত ডাক্তারের।