বেনাপোল স্থলবন্দরে আজ আমদানি রপ্তানি বন্ধ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ শনিবার আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সফটওয়্যার আপডেটের কারণে দেশের এ সর্ববৃহৎ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা নাদিম আহম্মেদ জানান, আজ শনিবার সকাল থেকে কাস্টমসে সফটওয়্যার আপডেটের কাজ চলবে। এ কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ফলে সারা দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধসহ বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকে আবারো দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধডিএসইর সবসূচকে উত্থান
পরবর্তী নিবন্ধহিমালয়ের জঙ্গলে একাই আছেন ৮৩ বছরের বৃদ্ধা