বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ রোগীর কেউ ঝুঁকিমুক্ত নন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে আহত ৮রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত আছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে তাই কেউ এখনও ঝুঁকিমুক্ত নন।

শনিবার (৬ জানুয়ারি) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

সামন্ত লাল সেন জনান, আমাদের এখানে ভর্তি আছে ৮ জন। বার্নের পার্সেন্টেজ বেশি না, কারও ৯ পার্সেন্ট, ৮ পার্সেন্ট আবার অনেকের বাইরে কোনো বার্নই হয়নি তবে সবচেয়ে বিপদজনক হলো, তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা দেখতে পেলাম, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, ম্যানেজ করতে সময় লাগবে।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক জানান, কোনো রোগী এখনও ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে তাদের যে মেন্টাল ট্রমা, আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা ভীষণ আতঙ্কিত। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসার দরকার।

পূর্ববর্তী নিবন্ধঢাকা মহানগরীতে ভোটের সামগ্রী বিতরণ শুরু
পরবর্তী নিবন্ধসিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী