পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ওই সোনাগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম টিটু বিশ্বাস (৩২)। তিনি বেনাপোল বন্দর থানার গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল সোনা ভারতে পাচার হয়ে যাচ্ছে বলে খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়। আরিফুর রহমান আরো জানান, উদ্ধার করা সোনার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।