বেনজেমাকে নিয়ে শঙ্কা, প্ল্যান ‘বি’ রেডি ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপজয়ী তারকা পল পগবা, এনগোলা কন্তে এবং প্রেসনেল কিমপেম্বে- এই তিনজনই ইনজুরির কারণে যেতে পারেননি কাতারে।

এবার ফ্রান্স স্কোয়াডে আবারও ইনজুরির গুঞ্জন। ইনজুরি আক্রান্ত নাকি দলের এক নম্বর স্ট্রাইকার করিম বেনজেমা। ব্যালন ডি’অরের বর্তমান জয়ী ফুটবলারটি গত মৌসুমে ক্লাব পর্যায়ে এমন কিছু নেই যে যা জেতেননি। রীতিমত গোলমেশিনে পরিণত হয়েছেন।

নানা ঝামেলার কারণে গত বিশ্বকাপজয়ী দলটির অংশ হতে পারেননি বেনজেমা। তবে এবার তিনি দলের একনম্বর স্ট্রাইকার। কিন্তু চোট সমস্যায় থাকার কারণে, তাকে ছাড়াই প্ল্যান ‘বি’ তৈরি করতে বাধ্য হচ্ছেন কোচ দিদিয়ের দেশম।

২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তার আগে কাতারে এসে যে অনুশীলন ক্যাম্প আয়োজন করেছেন কোচ দিদিয়ের দেশম, সেখানে দেখা যাচ্ছে করিম বেনজেমা বসে রয়েছেন সাইডলাইনে।

বেনজেমা অনুশীলনে সাচ্ছন্দ্যবোধ করছেন না- এ কারণে তার সতীর্থরা এমনভাবে অনুশীলন করছেন, যাতে তিনি খেলতে না পারলেও কোচ দিদিয়ের দেশম তার প্ল্যান ‘বি’ বাস্তবায়ন করতে পারেন।

মূলতঃ মাসলের ইনজুরিতে ভুগছেন বেনজেমা। গত বুধবার প্রথম ওপেন ডোর অনুশীলনে দেখা গেছে রাফায়েল ভারানের সঙ্গে বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ করেছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার চলে যান ক্লোজ ডোর অনুশীলনে। যার ফলে, বেনজেমা কী করেছেন- সেটা আর দেখতে পাননি সাংবাদিকরা। রাফায়েল ভারানেও রয়েছেন হালকা ইনজুরি সমস্যায়।

ইয়াসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুশীলন শেষে ফ্রান্স দলের ফুটবলার আদ্রিয়েন র‌্যাবিওট বলেন, ‘এটা পরিষ্কার যে, আপনি যখন রিদম পেয়ে যাবেন, সেটাই আপনার জন্য এবং দলের জন্য ভালো।’

‘তবে করিমের বিষয়টা ভিন্ন। তিনি একজন অ্যাটাকার (আক্রমণভাগের খেলোয়াড়)। একজন মিডফিল্ডার কিংবা ডিফেন্ডারের চেয়ে কিছুটা কম প্রতিবন্ধকতা থাকে একজন অ্যাটারের জন্য। বেনজেমা এমন একজন উঁচুমানের ফুটবলার, তিনি জানেন তার নিজের সম্পর্কে এবং তার নিজের শরীর সম্পর্কে।’

‘তার খুব বেশি খেলার প্রয়োজন নেই। যদিও বিষয়টা তার সম্পূর্ণ ব্যক্তিগত এবং এটা তার ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করে। বিষয়টা নিয়ে তিনি কোচের সঙ্গেও আলাপ করতে পারেন। আমার মনে হয়, প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন তিনি।’

প্রায় একই মতামত জানিয়েছেন লুকাস হার্নান্দেজও। তিনি বলেন, ‘তারা (বেনজেমা ও ভারানে) দু’জন আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দু’জনের অভিজ্ঞতা প্রায় ১০০ ম্যাচের। দলের স্টাফরা চেষ্টা করছেন দু’জনকে ম্যানেজ করার এবং ম্যাচের আগে সর্বোচ্চ যতটুকু সম্ভব- তৈরি করার জন্য।’

‘আমি বলবো না তারা আগামী বুধবারের জন্য প্রস্তুত। তবে অবশ্যই আশা করবো। যদি তারা খেলতেই না পারে, তাহলে আমাদের দলটি দারুণ অভিজ্ঞ এবং তারুণ্যে মিশেল। আমরা বাকিরা তাদের অভাব বোধ হতে দেবো না।’

 

পূর্ববর্তী নিবন্ধ৩ কিংবদন্তির রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো
পরবর্তী নিবন্ধওটিটি আসছে ‘কান্তারা’