পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মানসিক নির্যাতনের প্রতিবাদ ও বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর মিরপুর ২ নম্বরে আজমত গ্রুপের শ্রমিকরা।
বুধবার (২৯ মার্চ) সকাল থেকে বিক্ষোভ মিছিল করেন ওই গ্রুপের শ্রমিকরা।
শ্রমিক নেতা মো. আলামিন ও শান্তনা ইসলাম বলেন, দুই মাস ধরে মালিকপক্ষ আমাদের মানিসকভাবে নির্যাতন করে আসছেন। তারা শ্রমিকদের বিভিন্ন হুমকি দিয়ে সাদা কাগজে সই নিয়েছেন। কেন সই নিয়েছেন তার কারণ আমাদের জানাননি।
তারা আরো জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন কারাখানা অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পরে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।
শ্রমিকদের দাবি বেতন ও ভাতা পরিশোধ করে কারখানা সরিয়ে নেওয়া হোক।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল পৌনে ১০টার দিকে ওই গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে বিজিএমইএ অভিমুখে রওনা হয়েছে।