পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য হয়তো আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করছে! বিরাট কোহলি ও অনিল কুম্বলে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে ক্রিকেটারদের ভাতা বৃদ্ধির যে সুপারিশ করেছেন, তাতে ধোনির বেতনে কোপ পড়তে পারে! বেতন-ভাতার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের ৩ গ্রেডে ভাগ করা হয়। এ গ্রেডে থাকা ক্রিকেটাররা পান বছরে ২ কোটি রুপি। বি গ্রেডে থাকা ক্রিকেটাররা পান ১ কোটি। সি গ্রেডে থাকা ক্রিকেটারদের ভাতা ৫০ লাখ। ম্যাচ ফি অবশ্য আলাদা। টেস্টের জন্য ১৫ লাখ, ওয়ানডের জন্য ৭ লাখ, টি টোয়েন্টির জন্য ৩ লাখ।
নতুন যে সুপারিশ করা হয়েছে তাতে সবচেয়ে লাভবান হবেন কোহলি–অশ্বিনরা। যারা তিন ফরম্যাটর ক্রিকেটেই দেশের প্রতিনিধিত্ব করেন তাদের ভাতা বিপুল পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। ধোনি টেস্ট খেলা ছেড়ে দিয়েছেন। ফলে তার ভাতা কমতে পারে। তবে সুপারিশে বলা হয়েছে নতুন গ্রেডেশন করার সময় দেশের প্রতি ক্রিকেটারদের অবদানের কথা যেন মাথায় রাখা হয়। সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার কথাও মাথায় রাখার কথা বলা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে ধোনির অধিনায়কত্বে ভারত ৫০ ওভার ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ধোনি জমানাতেই ভারত প্রথম টেস্টের শীর্ষস্থানে পৌঁছেছিল।
একটি ভারতীয় দৈনিকের প্রকাশিত সংবাদে জানা গেছে, টেস্ট খেলা ক্রিকেটারদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাদের ভাতা ১৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। কুম্বলেদের প্রস্তাব মানলে এ গ্রেডে থাকা ক্রিকেটারদের ভাতা ২ কোটি থেকে বেড়ে ৫ কোটি হতে পারে। যেমন চেতেশ্বর পুজারা। শুধু টেস্ট খেলেন। গুরুত্বের বিচারে টেস্টের ধারেকাছে অন্য কোনও ফরম্যাট আসে না। ২৬ মে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হবে। কুম্বলে বছরে পান ৬ কোটি রুপি। তিনিও ৩০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবি করেছেন। তার সঙ্গে সাপোর্ট স্টাফদেরও ৫০ শতাংশ ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অ্যাডমিনিস্ট্রেট কমিটিও সিনিয়র ক্রিকেটারদের এই দাবি সমর্থন করেছে। বোর্ডের তরফে অবশ্য বলা হয়েছে, “অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো ভাতা বৃদ্ধি হয়ত সম্ভব নয়। কারণ ভারতীয় ক্রিকেটাররা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। সেখান থেকে প্রচুর অর্থ পায়। সেই চুক্তি বাতিল করলেই এত রুপি ক্রিকেটারদের দেওয়া সম্ভব। তবে ভাতা অবশ্য বাড়বে। কতটা তা এখনই বলা মুশকিল। ”