বেতন গ্রেড উন্নতীকরনের দাবীতে কর্মবিরতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মচারীরা

গোপালগঞ্জ প্রতিনিধি:

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবীতে কর্মবিরতি পালন করছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সকল ধরনের কাজ বন্ধ রেখে বেলা ৫টা পয্যন্ত দিনব্যাপী কর্মবিরতি পালন করে। কর্মচারীদের কর্মবিরতি চলাকালে চরম ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কায্যালয়ে বিভিন্ন কাজের জন্য আসা সাধারন মানুষ। তারা কাজ করাতে না পেরে ফিরে যান।
কর্মবিরতি চলাকালে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতি করনের দাবী জানিয়ে বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক নুর ইসলাম খান বক্তব্য রাখেন।তারা বলেন, তাদের দাবী সরকারের কাছে তাদের যুক্তিসংগত দাবী মেনে নেয়ার আহবান জানান। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা দিন ব্যাপী কর্মবিরতি পালন করবে বলে জানান।
এ কর্মসূচীতে জেলা প্রশাসক, জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেনীর সকল কর্মচারীরা অংশ নেয়।
উল্লেখ্য, গত মাসেও এসব কর্মচারীরা একই দাবীতে আন্দোলনে নেমেছিল।

 

 

পূর্ববর্তী নিবন্ধকোটালীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধমিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক আর নেই