বেতন আদায়ে আন্দোলন করছে রাষ্ট্রায়াত্ব পাটকল আমিন জুট মিলের শ্রমিকরা

 

চট্টগ্রাম প্রতিনিধি – বকেয়া বেতন আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে আজ মঙ্গলবার ও রাজপথে আন্দোলনে নেমেছে রাষ্ট্রায়াত্ব পাটকল আমিন জুট মিলের শ্রমিকরা। (১৪ মে) মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো মিলের প্রধান ফটকের সামনে এসব দাবিতে অবস্থান নেয় তারা।

আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের জানান, আমাদের এখানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করে। এসব শ্রমিকরা গত ১১ সপ্তাহ অর্থাৎ দুই মাসেরও অধিক সময় ধরে বেতন বঞ্চিত। আমাদের এখনও পর্যন্ত কোন মজুরী কমিশন বাস্তবায়ন করা হয়নি। বিজেএমসি ও বস্ত্র ও পাট মন্ত্রী বরাবর চিঠিও পাঠিয়েছি। কিন্তু কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। গেলো ১১ ও ১২ মে দুই দিন আমরা রাজপথে মিছিল ও সমাবেশ করেছি। আর সোমবার (১৩ মে) থেকে অনেকটা অপারগ হয়ে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক (অর্থ) জনাব মোহাম্মদ তৌহিদ হাসনাত খান সাংবাদিকদের জানান, আমরা ইতোমধ্যে জুন মাসের বেতনসহ ৩৩৮ কোটি টাকা চেয়ে মন্ত্রণালয় বরাবর একটি চিঠি পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আমাদের চেয়ারম্যান, সচিব, বস্ত্র ও পাট মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। আশাকরছি শীঘ্রই বিষয়টির সমাধান হবে। তবে কবে নাগাদ হবে তা এখনই বলা সম্ভব নয় । প্রসঙ্গত, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন আমিন জুট মিলের ছয়টি ইউনিট রয়েছে। এর মধ্যে দুইটি ইউনিট প্রায় সময়ই বন্ধ থাকে। অপর চারটি ইউনিটের কার্যক্রমও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। একসময় এই পাটকলে দৈনিক গড়ে একশ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হলেও এখন হয় মাত্র ৩২ মেট্রিক টন।

পূর্ববর্তী নিবন্ধকোন উদ্যোগেই কাজে লাগছেনা না ডিএসইতে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
পরবর্তী নিবন্ধচসিক মেয়রকে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কয়েক শত বাসিন্দার স্মারকলিপি প্রদান