বেচারা, সে দুঃখ পাবে: এমবাপ্পেকে ফ্লোরেন্তিনো পেরেজের খোঁচা

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিকঠাক, কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের- এমন ঘোষণা দেওয়ার প্রহর গুণছিল মাদ্রিদ জায়ান্টরা। কিন্তু হঠাৎ করে উল্টে গেলো পাশার দান। তিন বছরের নতুন চুক্তি করে পিএসজিতে থাকলেন ফরাসি ফরোয়ার্ড। এ নিয়ে তিন দিন আগে হতাশা প্রকাশ করা রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবার খোঁচা দিলেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে।

বিশ্ব ফুটবলের বর্তমান তারকা কেন মাদ্রিদকে ফিরিয়ে দিয়ে পার্ক দে প্রিন্সেসে থেকে গেলেন, সেটা বোধগম্য হচ্ছে না পেরেজের।কদিন আগে তিনি বলেছিলেন, ‘আমরা যাকে আনতে চেয়েছিলাম, সে এই এমবাপ্পে নয়। সে অন্য কেউ, যার স্বপ্ন বদলে গেছে। সে পাল্টে গেছে, অন্য কিছু তাকে প্রস্তাব করা হয়েছে, তাকে চাপ দেওয়া হয়েছে এবং সে এখন অন্য ফুটবলার। রিয়াল মাদ্রিদে ক্লাবের উপরে কেউ নয়। সে অসাধারণ খেলোয়াড়, অন্য কারও চেয়ে অনেক বেশি কিছু জিততে পারে সে। কিন্তু এটা দলগত খেলা এবং আমাদের মূল্যবোধ ও নীতি আছে যা আমরা পাল্টাতে পারি না।’

পেরেজ আরও বলেছিলেন, ‘এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়। কিন্তু যদি সে বদলায়, জীবন হাজার দিকে মোড় নেয়। আমি মনে করি তারা তাকে দ্বিধায় ফেলেছিল এবং সে খুব ছোট। আমি তাকে শুভকামনা জানাই। তার খারাপ কিছু চাই না। মাদ্রিদিস্তাত হতাশ, কিন্তু যে এমবাপ্পে রিয়ালে আসতে চেয়েছিল সে এই এমবাপ্পে নয়।’

সবশেষ এমবাপ্পের নাম শুনতেই তাকে খোঁচালেন রিয়ালের প্রেসিডেন্ট। রিয়ালের সমর্থকদের অটোগ্রাফ দেওয়ার সময় পিএসজি ফরোয়ার্ডকে নিয়ে মন্তব্য করেন তিনি। একটি ভিডিওতে পেরেজের উদ্দেশ্যে এক ভক্তকে বলতে শোনা যায়, ‘এখন এমবাপ্পেকে সই করবেন না।’ জবাবে রিয়াল প্রধান বলেন, ‘বেচারা, সে দুঃখ পাবে।’

পূর্ববর্তী নিবন্ধপাপন স্যার উইন্ডিজ যেতে ফোন করেছিলেন: রিফুল ইসলাম
পরবর্তী নিবন্ধশোলাঙ্কি রায়ের ‘খোলামেলা’ ছবি নিয়ে ভক্তদের আপত্তি