বেঙ্গালুরুকে ১৬৩ রানের লক্ষ্য দিল দিল্লি

স্পোর্টস ডেস্ক

আইপিএলের পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে ওঠার দারুণ সুযোগ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। দিল্লির কোটলায় (অরুন জেটলি স্টেডিয়াম) জয়ের জন্য মাত্র ১৬৩ রানের লক্ষ্য পেয়েছে বিরাট কোহলির দল।

জিততে পারলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে তারা। একইভাবে দিল্লির সামনেও সুযোগ শীর্ষে ওঠার। সে ক্ষেত্রে ১৬২ রানের পুঁজিকে বাঁচিয়ে হারাতে হবে বেঙ্গালুরুকে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। ব্যাট করতে নামে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। কিন্তু বেঙ্গালুরু বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বড় স্কোর গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৮ উইকেট হারিযে ১৬২ রান সংগ্রহ করে দিল্লি।

সর্বোচ্চ ৩৯ বলে ৪১ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। ১৮ বলে ৩৪ রান করেন ত্রিস্টান স্টাবস। ১১ বলে ২৮ রান করেন অভিষেক পোড়েল। মন্থর গতির ব্যাটিং করে ২৬ বলে ২২ রান করে ফ্যাফ ডু প্লেসি।

বেঙ্গালুরুর হয়ে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২ উইকেট নেন জস হ্যাজলউড এবং ১টি করে উইকেট নেন জস দয়াল এবং ক্রুনাল পান্ডিয়া।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
পরবর্তী নিবন্ধএবার ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হৃদয়