পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা জানিয়েছেন, তিনি যে চেয়ারে বসেন সেখানেও বৃষ্টির পানি পড়ে।
শনিবার রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি যে চেয়ারে বসি, সেখানেও পানি পড়ে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মূল রেকর্ড রুমও এই ভবনে।
সুপ্রিম কোর্টের মূল ভবনের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে এসকে সিনহা বলেন, ২০ তলা নতুন ভবনের প্রস্তাবটি একনেকেই (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন মনে হয় আর ৫/৬ বছরের বেশি টিকবে না। এটি ধসে গেলে মনে হয় আমাদেরকে মাঠে বসেই বিচার কাজ পরিচালনা করতে হবে।
বাংলাদেশ নারী জজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।