পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বুড়িগঙ্গায় বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রলারটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বুড়িগঙ্গা নদীর ইস্পাহানী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। এ ঘটনায় ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন।
ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবরি দল।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ওয়াইজঘাট থেকে ট্রলারটি কেরানীগঞ্জের আগানগর ব্রিজঘাটে যাচ্ছিল। মাঝপথে ট্রলারটি ডুবে যায়।
মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
সকাল ১০টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে হতাহত ব্যক্তিদের ব্যাপারে এখনো কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।