বুলবুলের লাশ শহীদ মিনারে নেয়া হবে বুধবার

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অসংখ্য বাংলা জনপ্রিয় গানের স্রষ্টা আহমেদ ইমজিয়াজ বুলবুল আর নেই।মঙ্গলবার ভোররাতে রাজধানীর আফতাবনগরের বাসায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

বুলবুলের লাশ রাখা হয়েছে আফতাবনগরের বাসায়।সেখানে জড়ো হয়েছেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, চলচ্চিত্র শিল্পীসহ শিল্পাঙ্গনের সবাই।তারা লাশ দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছেন না।কান্নায় ভেঙে পড়ছেন।

বরেণ্য এই শিল্পীর লাশ আগামীকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে বেলা ১১ টায় তাকে সর্বস্তরের জনতা শেষ শ্রদ্ধা জানাবেন।

শহীদ মিনারের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে নেয়া হবে আহমেদ ইমতিয়াজের বুলবুলের লাশ। সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। বরেণ্য এ শিল্পীর মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পরবর্তী নিবন্ধবুলবুলের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক