বুলবুলের ছেলে অস্ট্রেলিয়া রাজ্যের অধিনায়ক

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছেলে অস্ট্রেলিয়ার একটি  রাজ্যের অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে।

সম্প্রতি ছোট ছেলে মাহদী ইসলামের অধিনায়ক হওয়ার বিষয়টি নিজ ফেসবুক পোস্টে জানান বুলবুল।

আগামী জুলাইতে কুইন্সল্যান্ডের ম্যাকেয় অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া রাজ্যের অনূর্ধ্ব-১৩ দলের নেতৃত্ব দেবেন মাহদী।

অস্ট্রেলিয়ান এ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন দেশটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার।

ফেসবুকে আমিনুল ইসলাম লেখেন, ‘আগামী জুলাইতে কুইন্সল্যান্ডের ম্যাকেয় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যই অংশ নিচ্ছে। আমার ছোট ছেলে মাহদী ইসলাম ভিক্টোরিয়া দলের (অনূর্ধ্ব-১৩) অধিনায়ক নির্বাচিত হয়েছে। তাদের প্রতি আমাদের সবার শুভকামনা।’

টুর্নামেন্টটি চলবে ১৫ জুলাই পর্যন্ত। মোট ৭৫টি দল এখানে অংশ নেবে। সবমিলিয়ে ১১টি বিভাগে হবে এবারের এই আসরটি।

পূর্ববর্তী নিবন্ধচার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ায় শজিমেকে কর্মবিরতি
পরবর্তী নিবন্ধগুলশান হামলার অনুমোদন দিয়েছিল কাসেম :মনিরুল ইসলাম